• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের সীমান্ত বৈঠক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১  

দিনাজপুরের হিলিতে সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে ভারতের অভ্যন্তরে শূন্যরেখায় দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভারত বিএসএফের আমন্ত্রণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

হিলিসহ পার্শ্ববর্তী বিভিন্ন সীমান্তে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন বিষয় নিয়ে ঘণ্টাব্যাপী ফলপ্রসূ আলোচনা হয় বলে জানায় সূত্র। 

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার মোহাম্মদ গোলাম মহিউদ্দিন। তার সাথে ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম। 

ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারত নর্থ বেঙ্গলের অতিরিক্ত মহাপরিচালক ওয়াই বি খুরানিয় ফ্রন্টিয়ারের আইজি রবি গান্ধী। তার সাথে ছিলেন সেক্টর কমান্ডার ডিআইজি এসএ শ্রী ভাস্তেভা, রায়গঞ্জ সেক্টর হেডকোয়ার্টার ডিআইজি শ্রী বাস্তব এবং বিএসএফ ৬১ পতিরামের কমান্ডিং অফিসার (সিও) ভালেন্দু ত্রিভেদু। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –