• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

হিলিতে ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসছে শীত

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২  

উত্তরের জনপদ দিনাজপুর। দিনাজপুরের হিলিতে প্রতিনিয়ত তাপমাত্রা কমছে। সেই সঙ্গে প্রতিদিন মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন হতে শুরু করছে জনপদ।

কুয়াশার কারণে সকালেও হেডলাইট জ্বেলে চলছে সব যানবাহন। সূর্য উঠলেও প্রখরতা নেই। এই সময়টাতে লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। ঘন কুয়াশার পাশাপাশি কনকনে ঠাণ্ডাও জেঁকে বসতে শুরু করেছে। কৃষিজীবীসহ নিম্নআয়ের মানুষের কাজে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে।

হিলির চণ্ডিপুর গ্রামের ইজিবাইকচালক মিনহাজুল ইসলাম বলেন, প্রতিদিন সকালে ইজিবাইক নিয়ে কাজে বের হই।

এই সময়ে ইজিবাইকের চলাচল কম হওয়ায় যাত্রী ভালো পাওয়া যায়। তবে গত কয়েক দিন ধরে সকালে যাত্রীদের উপস্থিতি একেবারেই কম।

শীতের কারণে মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। আমিও যে ইজিবাইক চালাচ্ছি তাতে প্রচণ্ড ঠাণ্ডায় হাত-পা জড়ো হয়ে যাচ্ছে। এখন আগের থেকে ইনকামও কম হচ্ছে।

দিনাজপুর জেলা আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান বলেছেন, তাপমাত্রা কিছুটা বাড়লেও শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশা ছিল। এই তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কমে যেতে পারে এবং এ মাসেই একটি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

সেই সঙ্গে একটি হালকা বৃষ্টিপাতও হতে পারে। শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –