• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

২ রান তুলতেই ৩ উইকেট নেই, তবুও দিনটি পাকিস্তানের

প্রকাশিত: ২১ আগস্ট ২০২১  

জ্যামাইকার কিংস্টন ওভালে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে ক্যারিবীয় পেসারদের তোপের মুখে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তবে অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলমের ব্যাটে প্রথম দিনটি ভালভাবেই শেষ করেছে এশিয়ার দলটি।

ম্যাচের চতূর্থ ওভারেই ৩ উইকেট হারায় পাকিস্তান। তখন বাবরবাহিনীর সংগ্রহ মাত্র ২ রান। সাজঘরে ফিরে যান আবিদ আলী (১), আজহার আলী (০) ও ইমরান বাট (১)। এই তিন উইকেটের দুটিই নেন কেমার রোচ। অপর উইকেটটি নেন জায়ডেন সিলস।

এই বিপর্যয়ে দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলম। চতূর্থ উইকেটে ১৫৮ রানের জুটি গড়ার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ফাওয়াদ। তখন তিনি অপরাজিত ৭৬ রানে। ফাওয়াদের জায়গায় ব্যাট করতে আসেন মোহাম্মদ রিজওয়ান।

দলীয় ১৬৮ রানের মাথায় আউট হন বাবর। ৭৫ রান করে রোচের তৃতীয় শিকারে পরিণত হন তিনি। আলোকস্বল্পতার কারণে ৭৪ ওভার শেষেই দিনের খেলা শেষ হয়। বাবর বিদায়ের পর দিনের বাকি সময় রিজওয়ান ও ফাহিম মিলে শেষ করে আসেন। মোহাম্মদ রিজওয়ান ২২ ও ফাহিম আশরাফ ২৩ রানে অপরাজিত আছেন। উল্লেখ্য যে, প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে উইন্ডিজ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –