• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

৩ বার ট্রেনে কাটা, উদ্ধারে এগিয়ে আসেনি কেউ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১  

দিনাজপুরে রাজা (৩৩) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধীর মরদেহ পরপর তিনবার ট্রেনে কাটা পড়লেও উদ্ধারে এগিয়ে আসেনি কেউ। পরে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রেল সড়কের শেখপুরা এলাকা থেকে জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত রাজা দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী পিলখানার বাসিন্দা মো. আকবর হোসেনের ছেলে।

জিআরপি পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেসে কাটা পড়েন বুদ্ধিপ্রতিবন্ধী রাজা। তার মরদেহ উদ্ধার করেনি কেউ। সকাল পৌনে ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসে পুনরায় কাটা পড়েন ওই যুবক। পরে সকাল ৯টায় বুড়িমারী থেকে দিনাজপুরগামী কমিউটার ট্রেনেও কাটা পড়ে রাজার মরদেহ। এতে লাশটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

নিহতের বাবা মো. আকবর হোসেন বলেন, শেখপুরা রেলঘুমটিতে গেটম্যান থাকার পরও ঘটনার ৩ ঘণ্টায় জিআরপি পুলিশ খবর পায়নি, যা আমাকে হতবাক করেছে।

দিনাজপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে জিপআরটি থানায় একটি মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –