• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

৩০ তারিখের নির্বাচন বাংলাদেশ ঘুরে দাঁড়াবার নির্বাচন-খালিদ মাহমুদ

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন বাংলাদেশ ঘুরে দাঁড়াবার নির্বাচন। এই নির্বাচন সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার নির্বাচন।

এই নির্বাচনে আওয়ামীলীগ পরাজিত হলে বাংলাদেশ সাম্রাজ্যবাদীদের দখলে চলে যাবে। শায়েক রহমান বাংলা ভাইদের মত মানুষ দেশের জনগনের উপর নির্যাতন চালাবে।

বৃহস্পতিবার বিকালে সেতাবগঞ্জ বড়মাঠে বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে শেষ নির্বাচনী বিশাল জনসভায় এমপি আরো বলেন, বাংলাদেশের মানুষকে একমাত্র শেখ হাসিনাই নিরাপদ রাখতে পারে।

তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাককে শক্তিশালী করার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে অক্ষুন্ন রাখার আহবান জানিয়ে এমপি ২৭ মিনিটের বক্তব্যে আরো বলেন, ধর্ম যার যার নৌকা সবার।

আপনারা আমাকে একদিন সমর্থন দিন আমি আগামী ৫বছর আপনাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার নিরাপত্তা দিব। যেভাবে গত বছর নিরাপত্তা দিয়েছি। এ জনসভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌর সভার মেয়র আব্দুস সবুর, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ লতিফ, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার আলী, সহ-সভাপতি যথাক্রমে নঈম উদ্দন শাহ, মোঃ জাফরুল্লাহ যুগ্ম সম্পাদক যথাক্রমে আবু তাহের মামুন, মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক শামীম আজাদ সহ মহিলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –