• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

৭১ লাখ যুবককে প্রশিক্ষণ দিয়েছে অধিদফতর: ক্রীড়ামন্ত্রী

প্রকাশিত: ৬ মার্চ ২০২৪  

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৭১ লাখ যুবককে প্রশিক্ষণ দিয়েছে যুব উন্নয়ন অধিদফতর। চলতি অর্থবছরে আরো ৩ লাখের বেশি যুবককে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

নাজমুল হাসান পাপন আরো বলেন, যুব উন্নয়ন অধিদফতর প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৭০ লাখ ৮৪ হাজার যুবককে প্রশিক্ষণ দিয়েছে। অধিদফতরের মাধ্যমে গত অর্থবছরে বিভিন্ন ট্রেডে ১ লাখ ৬১ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

চলতি অর্থ বছরে ৩ লাখ ৮ হাজার যুবককে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান যুব ও ক্রীড়ামন্ত্রী।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –