• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

পেট্রলপাম্পে পরিমাপে কম, ছদ্মবেশে ধরলেন ম্যাজিস্ট্রেট

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১  

গ্রাহকদের ডিজেল, পেট্রল ও অকটেন পরিমাপে কম দেয়ার অপরাধে রংপুরের মেসার্স হক ব্রাদার্স ফিলিং স্টেশন নামের একটি পেট্রলপাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ছদ্মবেশে সেখানে গিয়ে পরিমাপে কম দেয়ার বিষয়টি দেখতে পান। পরে এ অপরাধে ওই পেট্রলপাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন পেট্রলপাম্পের বিরুদ্ধে ডিজেল, পেট্রল ও অকটেন পরিমাণে কম দেয়ার অভিযোগ রয়েছে। ফিলিং স্টেশনটিতে অভিযান পরিচালনা করে দেখা যায়, প্রতি লিটার তেলে ৮০ গ্রাম করে কম দেয়া হচ্ছিল।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে। এ সময় জেলা বিএসটিআইয়ের কর্মকর্তা ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –