• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

মিঠাপুকুরে গৃহবধূকে অপহরণের মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ৭ আগস্ট ২০২২  

মিঠাপুকুরে গৃহবধূকে অপহরণের মামলায় যুবকের যাবজ্জীবন                   
গৃহবধূ অপহরণের মামলায় মাজহারুল ইসলাম জুয়েল নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অভিযুক্ত জুয়েল পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। 

আদালত সূত্রে জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার সুলতানপুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী সেলিনা বেগমকে ২০০১ সালের ৭ অক্টোবর অপহরণ করে তার চাচাতো বোনের স্বামী মাজহারুল ইসলাম জুয়েল।

খবর পেয়ে মজনু মিয়া বাড়ির আশপাশের লোকজনকে নিয়ে জুয়েলকে পীরগঞ্জ উপজেলার বড়দরগা এলাকা তাকে আটক করে। এরপর চৌকিদারের সহযোগিতায় জুয়েলকে মিঠাপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় মজনু মিয়া বাদী হয়ে জুয়েলের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জুয়েলের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় নারী ও রংপুর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল জুয়েলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

আসামি জুয়েল পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করার আদেশ দেয়। এ ঘটনায় অপহৃত গৃহবধূ সেলিনা বেগমকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –