• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

‘রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস’ বাস সার্ভিসের যাত্রা শুরু

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১  

রংপুর-নীলফামারী-পঞ্চগড় রুটে ‘রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস’ নামে মেইল বাস সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৭টায় রংপুর ও বাংলাবান্ধা থেকে একই একই সঙ্গে ছেড়ে যাবে এ বাস।

এ বাসে রংপুর থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা পর্যন্ত ১২৫ কিলোমিটার সড়ক পাড়ি দিতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা। ৩০ মিনিট পর পর ছাড়বে এ বাস।

সোমবার সকালে এ নতুন বাস সার্ভিসের উদ্বোধন করেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি রংপুর ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা একেএম মোজাম্মেল হক।

তিনি জানান, ৩০ মিনিট পর পর রংপুর থেকে নীলফামারী হয়ে পঞ্চগড় রুটে লাল-সবুজ রঙের পতাকা টাঙানো ২০টি বাস চলাচল করবে। এর মধ্যে রংপুরের আটটি এবং নীলফামারী ও পঞ্চগড় জেলার ছয়টি করে বাস রয়েছে। তিন জেলার মানুষ স্বল্প সময় ও ভাড়ায় গন্তব্যে পৌঁছাবে। যাত্রীরা নতুন বাস সার্ভিসে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি জানান, রংপুর থেকে তারাগঞ্জের ভাড়া ৫০ টাকা, তারাগঞ্জ থেকে কিশোরগঞ্জ ২৫ টাকা, কিশোরগঞ্জ থেকে ট্যাংঙ্গনমারী ১৫ টাকা, ট্যাংঙ্গনমারী থেকে নীলফামারী ২৭ টাকা, নীলফামারী থেকে দেবীগঞ্জ ৫০ টাকা, দেবীগঞ্জ থেকে বোদা ৪০ টাকা এবং বোদা থেকে পঞ্চগড় পর্যন্ত ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রংপুর থেকে সরাসরি বাংলাবান্ধা পর্যন্ত যেতে ২২৫ টাকা ভাড়া দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর মোটর মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি একে চৌধুরী ক্যাপ্টেন, আব্দুল মান্নান, যুগ্ম-সম্পাদক সৈয়দ আফতাব উজ জামান লিপন, সড়ক সম্পাদক ফারহান জিহান, প্রচার সম্পাদক আব্দুস সালাম, দফতর সম্পাদক শফিউল আলম শফি প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –