• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

‘মূল্য কমিশন গঠন হলে ব্যবসায়ীদের অতিলোভের প্রবণতা কমবে’

প্রকাশিত: ১ অক্টোবর ২০২১  

মূল্য কমিশন গঠন করার তাগিদ দিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মূল্য কমিশন গঠন হলে ব্যবসায়ীদের অতিলোভের প্রবণতা কমবে।

গতকাল বৃহস্পতিবার নিজ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক ওয়েবিনারে তিনি একথা বলেন। খাদ্য অধিকার বাংলাদেশ আয়োজিত ‘খাদ্য উৎপাদন, আমদানি এবং বাজার পরিস্থিতি: প্রেক্ষিত খাদ্য অধিকার’ শীর্ষক এ ওয়েবিনার হয়।

খাদ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের মুনাফার প্রতি অতিলোভের কারণে মাঝে মধ্যেই মূল্যবৃদ্ধি ঘটে। মূল্য কমিশন গঠন করা হলে ব্যবসায়ীদের এ প্রবণতা কমে যাবে। অবৈধ মজুতদারদের কারসাজি রোধে বিদেশ থেকে চাল আমদানি করা হয়।

মন্ত্রী বলেন, চালের মূল্য নিয়ন্ত্রণে সরকার ধান মজুত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। সারাদেশে ২০০ সাইলো নির্মাণ ছাড়াও খাদ্য গুদামগুলো মেরামত করে এ সক্ষমতা বৃদ্ধি করা হবে।

অবৈধ মজুত করলে তাকে আইনের আওতায় আনা হচ্ছে বলে উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার প্রকৃত কৃষকের কাছ থেকে ধান কেনে, মধ্যস্বত্বভোগীদের খাদ্য গুদামে প্রবেশাধিকার নেই। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মরোধে ফুড গ্রেড লাইসেন্স দিচ্ছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য অধিকার বাংলাদেশ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবীর এবং ইউএনডিপি বাংলাদেশের দেশীয় অর্থনীতিবিদ নাজনীন আহমেদ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –