• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে ১৭৭ বস্তা কাঠারী ধান ও ভুট্টা চুরি

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২০  

দিনাজপুরের বিরলে রাতের আঁধারে গোডাউন থেকে ১৭৭ বস্তা কাঠারী ধান ও ভুট্টা চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারা ইউপি’র রামপুর গ্রামে মৃত কছিম উদ্দিন প্রধানের ছেলে ধান ব্যবসায়ী মকবুল হোসেন এর রামপুর বাজারস্থ দিনাজপুর-বিরল (স্থলবন্দর) সড়কের পার্শ্ববর্তী গোডাউন ঘর হতে ২৯ জানুয়ারি বুধবার রাতের মধ্যে সংঘবদ্ধ চোরেররা গোডাউনের তালা ভেঙে ৫৫ বস্তা কাঠারীভোগ ধান ও ১২০ বস্তা ভুট্টা চুরি করে নিয়ে যায়।

বৃহষ্পতিবার সকালে গোডাউনে এসে মকবুল হোসেন দেখতে পান তালার আংটা কেটে আনুমানিক প্রায় ৪ লাখ টাকার ধান ও ভুট্টা চুরি হয়েছে। পরে খোঁজ-খবর নিয়ে জানতে পারে রাতে একটি অজ্ঞাতনামা ট্রাক্টর রামপুর বাজার হতে বিরলের দিকে রওনা হয়েছিল এবং সম্ভবত ওই ট্রাক্টরে ধান ও ভুট্টাগুলি চুরি করে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে। 

এ ব্যাপারে মকবুল হোসেন সঙ্গীয় অপর ব্যবসায়ী নুরুজ্জামানকে সাথে নিয়ে বিরল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানা পুলিশ তদন্ত সাপেক্ষে মালামাল উদ্ধারের চেষ্টা করছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –