• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

নবাবগঞ্জে অসহায়দের মাঝে জিআর প্রকল্পের চাল বিতরণ

প্রকাশিত: ২০ মে ২০২০  

দিনাজপুরের নবাবগঞ্জে করোনাভাইরাস (কোভিড-১৯) দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে জেনারেল রিলিফ (জিআর) প্রকল্পের আওতায় চাল বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে চাল বিতরণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের এমপি মো. শিবলী সাদিক। এতে সভাপতিত্ব করেন ইউএনও মোছা. নাজমুন নাহার। 

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. রেফাউল আজম, ইউপি চেয়ারম্যান মো. আসমান জামিল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমির হোসনে প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রাপ্ত জিআর প্রকল্পের আওতায় উপজেলার ৯টি  ইউপিতে ৯ মেট্রিক টন করে মোট ৮১ মেট্টিক টন চাল বিতরণ করা হচ্ছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –