• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পার্বতীপুরে আম্ফানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ২২ মে ২০২০  

পার্বতীপুরে আম্ফানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১০ ইউনিয়ন ও পৌরসভার সর্বত্র আম্ফানের কারণে গাছপালা উপড়ে গেছে, উড়ে গেছে ঘরের টিনের চালা এবং মাঠের ধানও মাটি পানির সাথে মিশে গেছে। বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত উপজেলার সর্বত্রই বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিদ্যুৎ সংযোগ না থাকায় মানুষজন মোমবাতি সংগ্রহ করার জন্য ছোটেন। 

ক্ষয়ক্ষতির ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের কাছে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাদের ভাষ্য নেওয়া সম্ভব হয়নি। তবে, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে বলা হয়েছে, উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার মধ্যে মাত্র দুটি ইউনিয়নের ক্ষয়ক্ষতির আংশিক তথ্য পাওয়া গেছে। ২ নম্বর মনমথপুর ইউনিয়নের ১২/১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের ২২০টি পরিবারের বাড়িঘর, গাছপালা ও জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

৮ নম্বর হাবড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আনিছুজ্জামান সরকার আনিছ জানান, তার ইউনিয়নে ক্ষতি নিরুপণের জন্য পরিষদের জরুরি সভা ডাকা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –