• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পার্বতীপুরে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ২ লাখ টাকা বিতরণ

প্রকাশিত: ২৩ মে ২০২০  

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর কর্তৃক প্রদত্ত করোনাভাইরাস প্রতিরোধে (কোভিড-১৯) করোনা মোকাবিলায় নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের দুই দিনের ভাতা হিসেবে ২শ’ জন আনসার-ভিডিপির মাঝে ১ লাখ ৯০ হাজার টাকা সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে পার্বতীপুর উপজেলা আনসার-ভিডিপি অফিস ও উপজেলার ভবানীপুর আনসার ভিডিপি ক্লাব চত্বরে এ অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণ করেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ মোমিন উদ্দীন। 

অনুষ্ঠানে সদস্য-সদস্যাদের ভ্যাট কর্তন করে মাথাপিছু ৯শ' ৪০ টাকা করে মোট ১ লাখ ৯০ হাজার টাকা প্রদান করা হয়। দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ১ হাজার ১৫৭ জন সদস্য-সদস্যা মাঝে করোনাভাইরাস প্রতিরোধে এসব দুই দিনের ভাতা প্রদান করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –