• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে নতুন করে আরো ১৮ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২১ জুলাই ২০২০  

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ১২৩৮ জন। আর করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানিয়েছেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে আজ ১১১টি নমুনা পরীক্ষা করা হলে নতুন করে করোনায় ১৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি (সার)-এর ১ জন, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ১ জন, হাকিমপুর (হিলি) উপজেলায় প্রাণিসম্পদ বিভাগের ভেটেনারি চিকিৎসক ১ জন এবং হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ১ জনের করোনা পজিটিভ।

তিনি আরো জানান- আক্রান্তদের মধ্যে  সদরে ৪ জন, পার্বতীপুরে ২ জন, বিরামপুরে ৬ জন এবং হাকিমপুরে ৬ জন রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –