• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

বীরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ আগস্ট ২০২০  

বীরগঞ্জ পৌরসভায় কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে এসএবিডি-এর উদ্যোগে ও বীরগঞ্জ একচেঞ্জ ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের দাঁত পরীক্ষা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ কর্মসূচিতে চিকিৎসা প্রদান করেন ডেন্টিস আবু সাঈদ ইজাজ, ডেন্টিস কামরুল হাসান, ল্যাব সহকারি রিপন হাসমি, শংকর রায়, মেডিকেল সহকারি মুন ওয়ালিদ। 

এ সময় উপস্থিত ছিলেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেক সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বীরগঞ্জ একচেঞ্জ ব্লাড ব্যাংক এর সাংগঠনিক সম্পাদক জিসান ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইন্দ্র জিৎ, অফিস সহকারী বিশাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এসএবিডি'র সদস্য মোরশেদ হাসান আসিফসহ সাংবাদিক তোফাজ্জল হোসেন প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –