• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পার্বতীপুর মধ্যপাড়া মহাবিদ্যালয়ে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০  

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া মহাবিদ্যালয় জিটিসির সহযোগীতায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মধ্যপাড়া মহাবিদ্যালয়কে আর্থিক সহায়তায় প্রদান করেন মধ্যপড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি’র খনি এলাকায় সামাজিক দায়বদ্ধতা থেকে জিটিসি’র সামাজিক উদ্যোগের অংশ হিসেবে হিসেবে নন এমপিও ভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষের হাতে এই নগদ অর্থের চেক তুলে দেন জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী । 

এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জিটিসি’র চীফ অব সিকিউরিটি এন্ড ওয়েল ফেয়ার অফিসার মেজর এম এ রাজ্জাক ,পি বি জি এম এস, জি+(অব:) উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহবুদ্দিন শাহ,  ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান শাহ প্রমুখ।

জিটিসি কর্তৃপক্ষ জানায়, পাথর খনি সংলগ্ন এলাকার মানুষদের এই খনির জন্য রয়েছে ত্যাগ এবং অনেক অবদান। মধ্যপাড়া পাথর খনি জিটিসি’র কর্তৃক পাথর উত্তোলনের নতুন রেকর্ড গড়ার কারণে আজ মধ্যপাড়া পাথর খনি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এই সাফল্যের ভাগীদার খনি কর্তৃপক্ষ সহ খনি এলাকার সকল পেশার ও শ্রেনীর মানুষ। তাই জিটিসি খনি এলাকার মানুষের জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –