• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে ট্রলির ধাক্কায় স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০  

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রলির ধাক্কায় সাথী রানী (১৬) নামে এক দশম শ্রেণির ছাত্রী নিহত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় জেলার চিরিরবন্দর উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের তালপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী রানী চিরিরবন্দর উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের দুগাডাঙ্গা গ্রামের মনীন্দ্র নাথ রায়ের মেয়ে ও দুগাডাঙ্গা হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, দুপুরে তালপুকুর বাজার নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় সাথী রানীকে একটি ট্রাক্টর (ট্রলি) ধাক্কা দেয়। এতে সাথী রানী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা সাথী রানীকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহযোগীরা পালিয়ে গেছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –