• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে টিকাদান কেন্দ্রে ডা. নাসিমা সুলতানা

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১  

দিনাজপুরে কোভিড-১৯ টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা। শ‌নিবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেনারেল হাসপাতালের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পরে তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ টিকাদানকেন্দ্রও পরিদর্শন করেন। এসময় তি‌নি কোভিড-১৯ টিকা গ্রহীতা‌দের স‌ঙ্গে কথা ব‌লেন।

পরিদর্শনকালে আরও উপ‌স্থিত ছি‌লেন- রংপুর বিভা‌গের স্বাস্থ্য প‌রিচালক ডা. আহাদ আলী, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নজমুল ইসলাম, আরএমও ডা. পারভেজ সোহেল রানাসহ অন্যরা।

‌‌দিনাজপুর জেলা সি‌ভিল সার্জ‌ন আব্দুল কুদ্দুস জানান, দিনাজপু‌রে শুক্রবার পর্যন্ত ১১ হাজার ১৩৬ জন করোনার টিকা নিয়ে‌ছেন। যা জেলার বরাদ্দকৃত টিকার ২৪ শতাংশ। শ‌নিবার সকাল পর্যন্ত রে‌জি‌স্ট্রেশন হ‌য়ে‌ছে আরো ২৪ হাজা‌রের বেশি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –