• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে করোনায় ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ২ মে ২০২১  

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১১৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (২ মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, দিনাজপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ২০ জনের শরীরে করোনা ধরা পড়ে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪.২৮ শতাংশ।

জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৪১৩ জনের। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮ জন। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৩৯৫ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩৫৭ আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮ জন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –