• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

নদীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর মিলল শিশুর লাশ

প্রকাশিত: ১৭ মে ২০২১  

মামার সঙ্গে মামার শ্বশুর বাড়ি যাওয়ার সময় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাউগাঁ রেলব্রিজ থেকে আত্রাই নদীতে পড়ে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। রবিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ৬ ঘণ্টা পর শিশুর মরদেহটি নদীর তলদেশ থেকে উদ্ধার করে ডুবুরিরা।

শিশুটির নাম মাহিমা আক্তার (১৩)। সে সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর গ্রামের আলী মনসুরের মেয়ে। সে তার মামার বাড়িতে মায়ের কাছে থাকত।

রবিবার দুপুর দেড়টার সময় মাহিমা আক্তার ঈদ উপলক্ষে মামা আল আমিন ইসলাম জনির সঙ্গে কাউগাঁ রেলব্রিজের পাশে ঢাকাইয়া পাড়ায় মামার শ্বশুর বাড়িতে যাচ্ছিল। পায়ে হেঁটে  ব্রিজ পার হওয়ার সময় পা ফোসকে আত্রাই নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

পরে দিনাজপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে নদীতে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার সময় নদীর তলদেশ থেকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ডুবুরিরা।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার শিশুর লাশটি উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –