• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার

প্রকাশিত: ১২ জুন ২০২১  

দিনাজপুর পার্বতীপুরে রেল গেট খোলা থাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস। শনিবার সকালে শহরের হলদীবাড়ী রেলগেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মাহমুদুল হাসান মারুফ জানান, সকালে রেলগেট খোলা রেখে চা খেতে যান গেট কিপার জাহাঙ্গীর আলম। এ সময় দ্রুত বেগে পার্বতীপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া দ্রুতযান এক্সপ্রেস হুইসেল দিয়ে অতিক্রম করে হলদিবাড়ী রেল ক্রসিং। 

উপস্থিত স্থানীয়রা হুইসেল শুনতে পেয়ে রেল গেটের দু পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় পার্বতীপুর শহরে প্রবেশের আগে রেলগেট অতিক্রমকালে স্থানীয়দের চিৎকার শুনতে পেয়ে বাসের গতি কমিয়ে দেন চালক। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাসের যাত্রীরা। ঘটনার বিষয়ে গেট কিপার জাহাঙ্গীর আলম কোনো কথা বলতে রাজি হন নি।

এ বিষয় পার্বতীপুর রেলের এসএসএই-ওয়ে আল আমিন জানান, গেট কিপার জাহাঙ্গীরের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যান্ত্রিক ত্রুটির কারণে গেটের দুটি ব্যারিয়ারের একটি লাগানো সম্ভব হয়নি। তবে ছবিতে দুটিই খোলা থাকতে দেখা গেছে। এ বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –