• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে করোনা কেড়ে নিল আরও ৪ জনের প্রাণ

প্রকাশিত: ১২ জুলাই ২০২১  

দিনাজপুরে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯৪ জনে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১০৮ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্ত দাঁড়াল ১০ হাজার ৩৫৬ জন।

সোমবার (১২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস। তিনি জানান, দিনাজপুরে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। তবে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় ৩৭৬ নমুনা পরীক্ষা করে ১০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৪৫ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া বিরলে ১১, বিরামপুরে ১, বীরগঞ্জে ২, বোচাগঞ্জে ১০, চিরিরবন্দর ৩, ফুলবাড়িতে ১৯, ঘোড়াঘাটে ১, হাকিমপুরে ১, কাহারোলে ৫ এবং পার্বতীপুরে ১০ জন আক্রান্ত হয়েছেন।

এ সময় ভাইরাসটিতে মারা গেছেন আরও চারজন। এর মধ্যে সদর উপজেলায় তিনজন ও চিরিরবন্দর একজন মারা গেছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৩ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮.৭২ শতাংশ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, দিনাজপুর জেলায় বর্তমানে মজুতকৃত অক্সিজেন সিলিন্ডার ১ হাজার ২৮৫টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ১৯টি ও অক্সিজেন কনসেনট্রেটর ২৮টি রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –