• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে করোনা কেড়ে নিল ৫ জনের প্রাণ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১  

দিনাজপুরে করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় ১৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০২ জনে। বুধবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস। 

তিনি জানান, দিনাজপুরে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। গেল ২৪ ঘণ্টায় ৪৬৮টি নমুনা পরীক্ষা করে ১৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৫৫ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া বিরলে ২৪, বিরামপুরে ১, বীরগঞ্জে ১, বোচাগঞ্জে ৮, চিরিরবন্দরে ৪, ফুলবাড়িতে ১৯, কাহারোলে ৬, নবাবগঞ্জে ৬, পার্বতীপুরে সাতজন আক্রান্ত হয়েছে। 

এ সময় ভাইরাসটিতে মারা গেছেন আরও পাঁচজন। সদর উপজেলায় তিনজন ও বিরল ও বোচাগঞ্জ উপজেলায় একজন করে মারা গেছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫১ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭.৯৯ শতাংশ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, দিনাজপুর জেলায় বর্তমানে মজুতকৃত অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১ হাজার ২৮৫, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ১৯টি এবং অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ২৮টি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –