• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে একদিনে ঝরল ১০ প্রাণ, শনাক্ত ২৬৪

প্রকাশিত: ১৬ জুলাই ২০২১  

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২০৫ জন। এ সময় নতুন করে আরও ২৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১০ হাজার ৯৭৩ জন।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলার সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস। তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন ২৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আটজন।

এ সময় সুস্থ হয়েছেন আরও ১০১ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১৮ জন, বিরলে পাঁচজন, বিরামপুরে দুজন, বীরগঞ্জে ১০, বোচাগঞ্জে ১৭, চিরিরবন্দর ৩০, ফুলবাড়িতে ১৮, হাকিমপুরে ২০, কাহারোলে ১৪, খানাসামায় দুজন, নবাবগঞ্জে পাঁচজন এবং পার্বতীপুরে ২৪ জন আক্রান্ত হয়েছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –