• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

প্রধানমন্ত্রীর সুষ্ঠু পদক্ষেপে মহামারিতে রূপ নিতে পারেনি করোনা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১  

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনার কারণে দেড় বছর স্কুল-কলেজ বন্ধ থাকায় আমাদের ছাত্রছাত্রীদের জীবন রক্ষা করতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণেই দেশে করোনা মহামারিতে রূপ নিতে পারেনি। সোমবার দিনাজপুরের বোচাগঞ্জে সনকাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কিছু মানুষ আছে- যারা ২০২০ সালের মার্চে করোনাভাইরাসের সংক্রমণের শুরুতে বলেছিল দেশের দুই কোটি মানুষ মারা যাবে। তারা মনে করেছিল- এত মানুষ মারা গেলে শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবেন না। তাদের কল্পনা কল্পনাতেই রয়ে গেছে- করোনা পরিস্থিতি মোকাবিলায় যোগ্য নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা। তার সুষ্ঠু ব্যবস্থাপনার কারণেই দেশ সঠিকভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, করোনা সংক্রমণের মধ্যেও আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছি। দেশ নিরাপদ ছিল বলেই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন। করোনার দেড় বছরে দেশের উন্নয়ন বন্ধ থাকেনি। পদ্মাসেতু-মেট্রোরেল-কর্ণফুলী টানেলের কাজ একদিনের জন্যও বন্ধ হয়নি। অলরেডি মেট্রোরেলের ট্রায়াল হয়ে গেছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা, মোংলা এবং চট্টগ্রাম বন্দরে করোনার মধ্যেও কাজ চলমান রয়েছে।

নৌপ্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারিতে সমগ্র পৃথিবী মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু বাংলাদেশ পড়ে যায়নি। সঠিক নেতৃত্ব-ব্যবস্থাপনার কারণেই দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে। নারীর অগ্রগতিতে বাংলাদেশ আজ সারাবিশ্বে অনুকরণীয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এজন্য আমরা পুরস্কৃতও হয়েছি। নারী শিক্ষা, নারীদের উন্নয়ন ও অগ্রগতির একক কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এদিন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বোচাগঞ্জ উপজেলার বাতাসন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত একাডেমিক ভবন উদ্বোধন, বকুলতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, মোল্লাপাড়া দাখিল মাদরাসার একাডেমিক ভবন ও হাটরামপুর সর্বজনীন দুর্গামন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জের ইউএনও ছন্দা পাল, নির্বাহী প্রকৌশলী শাহীনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –