• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১  

গ্রামীণ খেলাধুলার ঐতিহ্যকে ধরে রাখতে স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও এর পুরস্কার বিতরণ। খেলাধুলার মধ্যে ছিল কাবাডি, মোরগ লড়াই, বালিস চালোনা, ব্যাঙ দৌড়, যেমন খুশি তেমন সাজোসহ সন্ধায় মনোমুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
গতকাল সোমবার বিকালে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা ও গৌরিপুর ভোজনাপাড়া মাঠে এই ঐতিহ্যবাহী গ্রাম-বাংলার খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে খেলাধুলায় অংশ নেয়া বিজয়ীদের পুরস্কার তুলে দেন দিনাজপুর সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী।

স্থানীয় যুবসমাজ আয়োজিত এসব খেলায় স্থানীয় বিভিন্ন বয়সী নারী পুরুষের উপচে পড়া ভিড় লক্ষণীয় ছিল। 

ঘুঘুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ জাহির উদ্দিন সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চেরাডাঙ্গী মেলা কমিটির প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য মোকাদ্দেসুর রহমান তুহিন, আব্দুল আলিমসহ অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মো: সোহেল। 

এসময় প্রধান অতিথি সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় গ্রাম পরিণত হচ্ছে শহরে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া তরুণ যুবসমাজকে বিপথ থেকে বাঁচাতে খেলাধুলা কার্যকরী ভুমিকা রাখে বলেও জানান তিনি। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –