• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

মাদক কেনাবেচার অভিযোগে বিরামপুরে বাবা-ছেলেসহ আটক ৬

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২  

মাদক কেনাবেচার অভিযোগে বিরামপুরে বাবা-ছেলেসহ আটক ৬               
দিনাজপুরে বিরামপুরে মাদক কেনাবেচার সময় বাবা ও দুই ছেলেসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বুধবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বিরামপুরে ইকবালের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বিরামপুর পৌর শহরের চকপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে ইকবাল হোসেন চৌধুরী (৬০), তার দুই ছেলে রেজুয়ান হোসেন (৪০) ও রকি হোসেন (২১)। একই গ্রামের মাবুদ মিয়ার ছেলে ইলিয়াস আলী (৩৩), তৈয়বপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩৪), কল্যাণপুর গ্রামের বাবুল হোসেন সরকারের ছেলে তুহিন হোসেন সরকার (২৫)।

বিরামপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে ইকবালের বাড়িতে মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ১৫১৬টি ইয়াবা, ৪৬ গ্রাম হেরোইন, মাদকদ্রব্য পরিমাপক ওয়েট মেশিন ১টি, হেরোইন বিক্রয় কাজে ব্যবহৃত ফুয়েল পেপারের রোল ১টি, ৬টি মোবাইল ও মাদক বিক্রয়ের ৪৮৮৫০ টাকাসহ ৬ জনকে আটক করে পুলিশ।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, ইকবাল হোসেন চৌধুরী ও তার ছেলেরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইকবালের নামে মাদকের ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটককৃতদের বুধবার দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –