• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে দুই চালকল মালিককে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২  

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দুই অটো রাইস মিলের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে বোচাগঞ্জের সালেহা অটোরাইস মিল এবং তুরাই অটোরাইস মিলে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

খোঁজ নিয়ে জানা যায়, ২৮ চালের বস্তায় বিআর ২৯ চাল মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে সালেহা অটো রাইস মিলকে ১ লাখ টাকা ও বিআর ২৮ চালের নাম পরিবর্তন করে জিরাশাইল লিখে মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে তুলাই অটো রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

দিনাজপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, আমাদের কাছে এমন প্রতারণার খবর আরও আছে। সেগুলোতেও অভিযান পরিচালনা করা হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –