• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

রক্ষা পেল জলপাইগুড়ি থেকে ছেড়ে আসা মিতালীর ৮৪ যাত্রী

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২  

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর চেকপোস্ট গেট দিয়ে ভারত থেকে আমদানিকৃত একটি পাথরবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশকালে রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে।

এসময় ভারতের জলপাইগুড়ি থেকে ছেড়ে আসা ঢাকা ক্যান্টনমেন্টগামী মিতালী এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে এলে হিলি স্টেশন মাস্টার সিগনাল ডাউনের কাছে গিয়ে লাল পাতাকা উড়িয়ে ট্রেনটি থামায়। এসময় অল্পের জন্য রক্ষা পায় ট্রেনের ৪৮ জন যাত্রী। 

রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

হিলি স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে ট্রাকটি বন্দরের পানামা পোর্টের ওয়্যারহাউজে যাওয়ার সময় রেললাইনের ওপর উঠামাত্রই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এসয় জলপাইগুড়ি থেকে ছেড়ে আসা ঢাকা ক্যান্টনমেন্টগামী মিতালী এক্সপ্রেস ৩১৩২নং ডাউন ট্রেনটি বিকেল ৪টা ২৫ মিনিটে উত্তরের স্টেশন বিরামপুর থেকে ছেড়ে আসে। ট্রেন আসার সময় হওয়ায় দ্রুত সিগনাল ১নং ডাউনের কাছে গিয়ে লাল পাতাকা উড়িয়ে ট্রেনটি থামাই।

তিনি আরও বলেন, এরপর ৪টা ৫০ মিনিটে মিতালী এক্সপ্রেস ট্রেনটি হিলি চেকপোস্ট এলাকা থেকে ছেড়ে যায়। এতে মিতালী এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে ১৭ মিনিট বিলম্ব হয়। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেন ও ট্রাকটি।
 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –