• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে আহত ৭

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪  

জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনাজপুরের ঘোড়াঘাটে মারপিটে এক অন্তঃসত্তা নারীসহ উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। রবিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামে এই মারপিটের ঘটনাটি ঘটেছে। 

স্থানীয়রা জানায়, কশিগাড়ী গ্রামের মৃত ময়নুল ইসলামের ছেলে সেলিম সরকারদের সাথে তারাজুল ইসলামের ৩৩শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে মামলা মোকদ্দমা চলে আসছে। এমতাবস্থায় রবিবার দুপুরে উক্ত জমির দখলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। 

এ বিষয়ে সেলিম সরকারের বড় ভাই মামুন সরকার জানায়, তারাজুল ইসলামদের সাথে দীর্ঘদিন জমি নিয়ে আদালতে মামলা চলে আসছে। মামলা চলাকালীন সময়ে প্রতিপক্ষের লোকজন আমাদের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করতে আসে। এসময় প্রতিপক্ষের লোকজন লাঠি সোডা ও দেশীয় অস্ত্র নিয়ে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ছোট ভাই ও তার অন্তঃসত্ত স্ত্রীসহ লোকজনের ওপর অতর্কিত হামলা করলে ৩জন আহত হয়। এদের মধ্যে আমার ছোট ভাই সেলিম সরকার (২৮) ও তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

অপরদিকে, তারাজুল ইসলামের ভাই আনোয়ার হোসেন জানান, বিরোধীয় সম্পত্তি আমরা ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে প্রাচীর দ্বারা ঘিরে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছি। আমরা দখলীয় জমিতে গেলে প্রতিপক্ষরা আমাদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের সংঘর্ষে আমাদের লোকজনের মধ্যে ৪জন আহত হয়। আহতরা সকলে হাসপাতালে ভর্তি আছে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, বিষয়টি শুনেছি। তবে অভিযোগ প্রাপ্তির পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বালে জানান তিনি। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –