• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

এলচের বিপক্ষে জিততে পারেনি রিয়াল

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০  

২০২০ সালে নিজেদের শেষ ম্যাচে জয়বঞ্চিত হয়েছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে নিজেদের মাঠে জিদানের দলকে ১-১ গোলে রুখে দিয়েছে এলচে।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে রিয়াল। ম্যাচের ২০তম মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন লুকা মদ্রিচ। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর এলচেকে সমতায় ফেরান ফিদেল চাভেস। ম্যাচের ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। ম্যাচের বাকি সময় বেশ কয়েকবার আক্রমণ করেও গোলের দেখা পায় নি রিয়াল। ফলে ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় জিদানের শিষ্যদের।

১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে রিয়াল। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে এলচে। লিগের  অপর ম্যাচে গেটাফেকে ১-০ গোলে হারিয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –