• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ঘোড়াঘাটে বাজেট ও কর সুশাসন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩  

দিনাজপুরের ঘোড়াঘাটে দুটি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে  দুই দিনব্যাপী বাজেট কর ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় একশনএইড এর আর্থিক সহযোগিতায় উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের ঘুঘুরা কমিউনিটি বীজ ব্যাংক কার্যালয়ে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। আগেরদিন শুক্রবার একই স্থানে প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণে ঘোড়াঘাট সামাজিক উন্নয়ন যুব সংগঠন এবং কাটাবাড়ি সামাজিক উন্নয়ন যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ পরিচালনা করেন এসপিইডি এর নির্বাহী পরিচালক ফজলুর রহমান।

দুইদিন ব্যাপী প্রশিক্ষণে তৃণমূল পর্যায়ের সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে বিশেষ করে নারী ও ইয়ুথদেরকে ‘জাতীয় বাজেট ও কর সুশাসন’ বিষয়ে দক্ষ করে তোলা হয়। যাতে করে তারা বাজেট ও কর শিক্ষা, সুশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি, সেবা প্রাপ্তিতে জবাবদিহিতার পরিবেশ তৈরি ও নিশ্চিত করণ করতে পারে।

প্রশিক্ষণে ঘোড়াঘাট সামাজিক উন্নয়ন যুব সংগঠনের সভাপতি মহোসিনা বেগম এবং কাটাবাড়ি সামাজিক উন্নয়ন যুব সংগঠনের সভাপতি হাসান মাহমুদ সহ ১৮ জন সদস্য অংশ গ্রহণ করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –