• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ঘোড়াঘাটে শিশু শিক্ষার্থীদের নিয়ে নবান্ন উৎসব পালিত

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩  

প্রাচীনকাল থেকে গ্রামবাংলায় নবান্ন উৎসব পালন হয়ে আসছে। এ সময় আমন ধান কাটার পরে আত্মীয়দের নিয়ে নতুন চালের পিঠা-পায়েস এর আয়োজন করা হয় কিন্তু কালের বিবর্তনের ফলে সেই প্রাথা যেন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে।

এই ঐতিহ্যকে ধরে রাখতে রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় দিনাজপুরের ঘোড়াঘাট লিটিল স্টার প্রি-ক্যাডেট স্কুলের শিশুদের নিয়ে আয়োজন করে নবান্নের উৎসব। উৎসবে পিঠা-পুলিতে মাতোয়ারা হয়ে ওঠে শতাধিক শিশু ও অভিভাবকরা।

উৎসবমুখর পরিবেশে অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষীর,পিঠা, পায়েশ, মুড়ি, মুড়কি খাওয়ার ধুম পড়ে।

এই উৎসব নিয়ে শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যতিক্রমধর্মী এমন আয়োজন বেশ প্রশংসনীয়। আমরা অনেক আনন্দিত যে শিক্ষাপ্রতিষ্ঠানে এসেও বাচ্চাদের সঙ্গে নবান্ন উৎসব পালন করতে পেরেছি।

লিটিল স্টার প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক রাজু আহমেদ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন আয়োজন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বহন করে। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক বিষয়গুলো শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা করে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –