• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

জমি নিয়ে ভাইয়ের সঙ্গে বাগবিতণ্ডা, বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২  

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডার পর মেরেজা বেগম (৪৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর চেংমারী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মেরেজা বেগম ওই গ্রামের ফুল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই গৃহবধূ মেরেজা বেগম তার বাবা মৃত মেনাজ উদ্দিনের বাড়িতে স্বামী ফুল মিয়াসহ বসবাস করে আসছেন। ফুল মিয়া জীবিকার তাগিদে কৃষি শ্রমিক হিসেবে কাজের জন্য বগুড়ায় অবস্থান করছেন। তিন দিন আগে মেরেজা বেগমের সঙ্গে ভাই আয়নাল মিয়ার জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বাগবিতণ্ডা হয়।

শনিবার সকালে শোবার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেরেজাকে দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইসলাম হোসেন জাগো নিউজকে বলেন, মেরেজা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –