• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও সুধী সমাবেশ

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩  

দিনাজপুর জেলার বিরল উপজেলার খোসালডাঙ্গি হাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে বিআইডব্লিউটিএ এর অফিস ভবন, তুলাই নদীতে রাবার ড্যাম, পুনর্ভবা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকাল সাড়ে ৯টায় এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-কমোডর আরিফ আহমেদ মোস্তফা (জি) এনইউপি, এনডিসি এএফডব্লিউসি পিএসসি বিএন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি। এতে আরও উপস্থিত ছিলেন শাকিল আহমেদ, জেলা প্রশাসক; মোস্তাফিজুর রহমান বাবু, চেয়ারম্যান, বিরল উপজেলা পরিষদ এবং প্রচার ও  প্রকাশনা সম্পাদক জেলা আওয়ামী লীগ; সবুজার সিদ্দিক সাগর সভাপতি, আওয়ামী লীগ বিরল উপজেলা ও মেয়র বিরল পৌরসভা দিনাজপুর; রমাকান্ত রায়, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ বিরল উপজেলা দিনাজপুর; বিভূতি ভূষণ রায়, সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগ বিরল উপজেলা শাখা দিনাজপুর সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে আলোচনা করেন এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –