• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষি প্রণোদনা পেলেন সাড়ে ৫ হাজার কৃষক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩  

দিনাজপুরের খানসামা উপজেলায় ৫৫৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রবি/২০২৩-২৪ মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ ও মুগডাল ফসলের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হচ্ছে। 

শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হাবিবা আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণ কুমার রায়, উপকারভোগী কৃষকসহ গণ্যমাধ্যমকর্মীরা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –