• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দিনাজপু‌রে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪  

দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের উত্তর ভাটিনা এলাকায় অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আইনুল হককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা টিম। এ ঘটনায় পলাতক রয়েছে একাধিক মাদক মামলার আসামি নারী মাদক কারবারি সেলিনা খাতুন।

সোমবার (৮এপ্রিল) সন্ধ্যায় ইউনিয়নের উত্তর ভাটিনা এলাকার এক বাড়ি থেকে আইনুল হককে গ্রেফতার করা হয়। ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার আইনুল হক শেখপুরা ইউনিয়নের হাছেন আলীর ছেলে। পলাতক নারী মাদক কারবারি সেলিনা খাতুন সদরের রাণীগঞ্জ মোড় এলাকার রেজাউল করিমের স্ত্রী।

ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর জানান, ঈদকে কেন্দ্র করে নিত্যনতুন কৌশল পাল্টে বেপরোয়া হয়ে উঠেছে মাদক কারবারিরা। সেজন্য ডিএনসিও টিম অভিযান তাদের অভিযান জোরদার রেখেছে। এরই ধারাবাহিকতায় গ্রেফতার হয় মাদক কারবারি আইনুল হক। এসময় জব্দ করা হয় ৮৬ কেজি গাঁজা।এ ঘটনায় আটক ও পলাতক দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –