• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪  

নীলফামারী জেলায় বসন্তের আকাশে দেখা দিয়েছে কালো মেঘের ঘনঘটা ও হিমেল হাওয়া। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল গোটা জেলা। হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে আবারো শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে কৃষকের সরিষা-আলুসহ আম-লিচুর মুকুলের আংশিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। ফলে লোকজনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

বৃহস্পতিবার ভোরে কুয়াশার পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। এতে করে কর্মজীবীরা কাজে যেতে পারেননি। ফাগুনের এই বৃষ্টি কিছুটা হলেও ঠাণ্ডা বাড়িয়ে দিয়েছে। আর কয়েকদিন পর যে আলু তুলবেন কৃষকরা সেই আলু পানি পেয়ে পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও সরিষা-আলুসহ আম-লিচুর মুকুলের আংশিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।  

এদিকে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পিচ্ছিল হয়ে পড়েছে সড়ক। সকালের বৃষ্টিতে স্কুলে যেতে পারেনি শিক্ষার্থীরা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –