• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পুকুর খননের সময় পাওয়া গেল কষ্টিপাথরের মূর্তি

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩  

পুকুরের মাটি কাটতে গিয়ে দিনাজপুরের বিরলে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে। সোমবার দুপুরে বিরল উপজেলার শহরগ্রাম ইউপি’র আকরগ্রাম এলাকায় শ্রমিকরা পুকুর থেকে মাটি কাটার সময় এটি উদ্ধার করে। 

জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে বিরলের শহরগ্রাম ইউপি’র আকরগ্রাম এলাকায় ৪০ দিনের কর্মসূচির শ্রমিকরা পুকুর থেকে মাটি কেটে রাস্তায় দেয়ার সময় এক শ্রমিককের কোদালে লেগে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়। এ খবর ছড়িয়ে পড়লে আশ-পাশের লোকজন ভিড় করতে থাকে।

বিরলের শহরগ্রাম ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটি বিরল থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –