• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশ এখন নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছে: নৌপ্রতিমন্ত্রী

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩  

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছে। আগামী দিনে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নত দেশে পরিণত হবে।

শুক্রবার দিনাজপুর জেলার বিরলের ভান্ডারা ইউনিয়নে বেতুড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবন, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও বালান্দোর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে এসব বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, বিএনপি বিদ্যুৎ দেওয়ার নামে ২০০১ সালে লুটপাট করেছিল। হাওয়া ভবন থেকে সারাদেশে লুটপাট চালানো হয়েছিল। ঘরে ঘরে চোর তৈরি করা হয়েছিল বিএনপি সরকারের শাসনামলে। অথচ বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়েছে।

বেতুড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অ্যাড. রবিউল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকিল চন্দ্র রায়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –