• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বিরলে পূজা মন্ডপে অর্থ প্রদান করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩  

 
দিনাজপুর জেলার বিরল উপজেলা পরিষদ মিলনায়তনেপূজা মন্ডপে অর্থ বিতরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিরল উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রমাকান্ত রায়, সভাপতি, বিরল পূজা উদযাপন পরিষদ ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ, বিরল উপজেলা দিনাজপুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খালিদ মাহমুদ চৌধুরী, এমপি (দিনাজপুর-০২) ও মাননীয় প্রতিমন্ত্রী, নৌ- পরিবহন মন্ত্রণালয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন-
আফছানা কাওছার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিরল উপজেলা, দিনাজপুর।
মোস্তাফিজুর রহমান বাবু, চেয়ারম্যান, বিরল উপজেলা পরিষদ, দিনাজপুর।
সবুজার সিদ্দিক সাগর, সভাপতি, বিরল উপজেলা আওয়ামী লীগ ও মেয়র, বিরল পৌরসভা, দিনাজপুর।
গোলাম মাওলা শাহ, অফিসার ইনচার্জ, বিরল থানা, দিনাজপুর। 
চন্দ্র রায়, সাধারণ সম্পাদক, বিরল উপজেলা পূজা উদযাপন পরিষদ দিনাজপুর সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপস্থিত বক্তাগন সকল প্রকার সংশয় পরিহার করে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করার আহ্বান জানান । প্রধান অতিথি বিরল উপজেলার প্রতিটি পূজা মন্ডপে সরকারি অনুদানের নগদ বিশ হাজার করে টাকা প্রদান করেন। সরকারি অর্থ পেয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরবর্তীতে প্রতিমন্ত্রী বিরল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –