• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বিরলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩  

দিনাজপুরের বিরলে মাদকবিরোধী অভিযান চালিয়ে এমকেডিলসহ আতাবুদ্দিন ওরফে বিটিসভাই নাম খ্যাত এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। মঙ্গলবার বিরলের ধর্মপুর ইউনিয়নের কুকরীবন এলাকায় ওই মাদক-কারবারিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।  

আটক মাদক-কারবারি আতাবুদ্দিন ওরফে বিটিসভাই বিরলের সীমান্তে মাদকের চোরাচালান এনে যুব সমাজের মাঝে সরবরাহ করে আসছিলো।এ খবর পেয়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের একটি আভিযানিক দল মাদক-করবারীকে আটকসহ উদ্ধার করে ৫০ বোতল এমকেডিল।

ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের চোরাচালান ও বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে। আটক মাদক-কারবারির বিরুদ্ধে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর আগে সোমবার বিকেলে দিনাজপুর শহরের মিশনরোড এলাকা থেকে রেশমা আক্তার নামে এক নারী মাদককারবারিকে ১০২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে বলেও জানান তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –