• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বিরলে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩  

দিনাজপুরের বিরলে ট্রাক্টর-ইঞ্জিনচালিত একটি পাগলুর মুখোমুখি সংঘর্ষে মনছুরা বেগম নামে এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে এবং শিশুসহ আহত হয়েছেন আরও দুইজন। 

নিহত মনছুরা বেগম (৫০) বিরল উপজেলার শহরগ্রাম ইউপি’র পাঠশালা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী। রবিবার দিবাগত রাত ৭টার দিকে বিরল উপজেলার ধামইড় ইউপি’র নিজামপুর নামক স্থানে এই সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাত পৌনে ৭টার দিকে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হতে পারঘাটাগামি ইঞ্জিন চালিত একটি পাগলুতে মনছুরা বেগম অন্যান্য যাত্রীদের সাথে বাড়ীতে ফিরছিলেন। পাগলুটি বিরলের ধামইড় ইউপি’র নিজামপুর নামক স্থানে পৌছলে অপরদিক থেকে আসা এক ট্রাক্টরের সাথে মুখমুখি সংঘর্ষ হয়। এতে পাগলুতে থাকা সব যাত্রীই কম বেশী আহত হয়। স্থানীয়রা দ্রুত মনছুরা বেগমসহ শিশু সুমাইয়া আক্তার (৬) ও এলিনা আক্তার (১৮) কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৮টার দিকে মনছুরা বেগম মারা যায়। 

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রবিবার রাতেই নিহত মহিলা মনছুরা বেগমের আত্মীয় আনিছুর রহমান বাদী হয়ে বিরল থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর থেকেই পাগলুর চালক পলাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত পাগলুটি উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –