• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

বিশ্বসেরা বিজ্ঞান গবেষকের তালিকায় বেরোবির দুই শিক্ষক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২  

গবেষণায় অবদান রাখার জন্য বিশ্বসেরা বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক। তারা হলেন, দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আবু রেজা তৌফিকুল ইসলাম ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান।

সম্প্রতি আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও বিখ্যাত জার্নাল এলসেভিয়ার এ তালিকা প্রকাশ করে। স্কোপাস ইনডেক্সড আর্টিকেলকে ভিত্তি হিসেবে ধরে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬টি উপ-ক্ষেত্রে শ্রেণিবদ্ধ করে দুটি ক্যাটাগরিতে প্রায় ৪ লাখ গবেষককে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালিকায় স্থান পাওয়া পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আমি দীর্ঘদিন থেকেই গবেষণার সঙ্গে যুক্ত আছি। শিক্ষকতার পাশাপাশি অনেক ধৈর্য ও শ্রম দিয়ে কাজ করে যাচ্ছি। গবেষণায় ভালো করার জন্য আমেরিকান ফিজিক্যাল সোসাইটি ও আমেরিকান কেমিক্যাল সোসাইটির সদস্য এবং ম্যাটেরিয়াল সায়েন্স ও ন্যানোটেকনোলজি গবেষক হিসেবে সুপরিচিত হয়েছি। আমার এ অর্জন পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের।

ড. আবু রেজা তৌফিকুল ইসলাম বলেন, এমন অর্জন একজন প্যাশনেট গবেষক হিসেবে এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। পরিশ্রম কখনও বৃথা যেতে পারে না। এই অর্জন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসিবুর রশীদ শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের জন্য সুখবর। আগামীতে তাদের সম্মানিত করার চেষ্টা করবো।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –