• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩  

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের শহীদ মিনার নামক স্থানে সুজালপুর গ্রামের স্থানীয় এলাকাবাসী বীরগঞ্জ স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে মহাসড়ক অবরোধ করে।

উল্লেখ্য, গতকাল বীরগঞ্জ উপজেলার ঢেপা নদীতে বীরগঞ্জ স্লুইসগেটে গোসল করতে নেমে সাকিব হোসেন (১৬), পিতা- আলম হোসেন, গ্রাম- পূর্ব চাকাই - নিখোঁজ হয়। বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দলের সমন্বয়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী বীরগঞ্জ স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে মহাসড়ক অবরোধ করে। 

ঘটনায় বীরগঞ্জ উপজেলা প্রশাসন সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে, স্থানীয় এলাকাবাসী মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। বর্তমানে মহাসড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –