• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে: এমপি গোপাল

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩  

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখাই এখন জাতির পবিত্র দায়িত্ব। কারণ মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে গেলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

বুধবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমপি মনোরঞ্জন শীল গোপাল বলেন, বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশ সময়োপযোগী সঠিক ভূমিকায় পালন করছে শেখ হাসিনা। আজ অর্থনৈতিক মুক্তিকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার একটা বিপ্লব সাধন করেছে। আমাদের দেশে ঝরে পড়া শিক্ষার্থীর হার আজকে প্রায় শূন্যের কোটায়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পাঠ্য বইয়ের লেখা পড়ে জিপিএ-৫ পেলে চলবে না। প্রত্যেক শিক্ষার্থীকে বাংলাদেশের ইতিহাস জানতে হবে। স্বাধীনতা কি সেটি জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

বর্তমানে মাদরাসার শিক্ষার্থীরাও ম্যাজিস্ট্রেট, ইউএনও হয়ে দেশের জন্য কাজ করছে। তাই সব শিক্ষার্থীকে অবশ্যই মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং অসাম্প্রদায়িক হতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, পাইলট স্কুলের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –