• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

হাকিমপুরে ধান ও চালের গোডাউনে অভিযান, জরিমানা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৪  

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় লাইসেন্স ও অনুমোদনের বেশি গুদামজাত করায় এবং প্লাস্টিকের বস্তায় ধান ও চাল সংরক্ষণ করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকার শমসের সেমি অটোরাইস মিল এবং ফকিরপাড়া (ধরন্দা) এলাকার চাল আমদানিকারক সুমন এন্টারপ্রাইজ।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন বলেন, সারাদেশের মতো সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে উপজেলার বিভিন্ন চাল ও ধানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। প্রথম দিনে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –