• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪  

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দের জন্য “পাইথন বেসিকস (মডিউল-১) ফর দ্যা টিচার্স অব এইসএসটিইউ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০টায় আইকিউএসি কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. ফাহিমা খানম।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী অধ্যাপক মোঃ সোহরাওয়ার্দী, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড.মোঃ শাহ্ মইনুর রহমান প্রমুখ। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –