• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

হিলি ট্রেন দুর্ঘটনা দিবস আজ

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪  

আজ ১৩ জানুয়ারি, হিলির ট্রেন দুর্ঘটনা দিবস। আজ থেকে ২৭ বছর আগে ১৯৯৫ সালের এই দিনে হিলি রেলস্টেশনে ঘটেছিল মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। সেদিন বহু মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে। সেই ট্রেন দুর্ঘটনার কথা মনে হলে আজো গা শিউরে উঠে হিলিবাসীর।

হিলি স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ১৩ই জানুয়ারি রাত সোয়া ৯টায় রেল ক্রসিংয়ের উদ্দেশ্যে স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়েছিল গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী ৫১১ নম্বর লোকাল ট্রেন। তবে সে সময়ের দায়িত্বরত স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের অবহেলার কারণে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৪৮ নম্বর আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে ঢুকে পড়ে।

এতে দুটি ট্রেনের মুখোমুখি সংষর্ষে পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় লোকাল ট্রেনের ইঞ্জিনসহ পুরো ৩টি বগি। মর্মান্তিক ওই ট্রেন দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়। ভয়াবহ সেই ট্রেন দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করেন অনেকে। সেই ট্রেন দুর্ঘটনার কথা মনে হলে আজো গা শিউরে উঠে হিলিবাসীর। কালো ব্যাজধারন, দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে স্মরন করছে হিলিবাসী।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –